মোঃ নুরনবী সরকার,স্টাফ রিপোর্টার কুড়িগ্রামঃআজ ৮ই এপ্রিল।রোজ বৃহস্পতিবার ২০২১খ্রিঃ।সরকার ঘোষিত লক ডাউনের চলছে ৩য় দিন।চলমান করোনার বিস্তার রোধে জনসচেতনতায় নিরলস কাজ করে যাচ্ছে কচাকাটা থানা পুলিশ।কড়া নজরদাড়িতে কচাকাটা থানা এলাকা।সার্বক্ষণিক মনিটর করছেন পুলিশ প্রশাসন।সারা বাংলাদেশে গত পাঁচ তারিখ হতে চলছে এই লকডাউন।যার অংশ হিসেবে কচাকাটা থানা এলাকাও রয়েছে এই বিধিনিষেধের আওতায়।
সরেজমিনে দেখা যায়,কচাকাটা থানার পাঁচটি ইউনিয়নে,করোনা বিস্তার,ও ক্ষতিকর প্রভাব রোধে করণীয় বিভিন্ন উপায়,মাক্স ব্যবহার,সামাজিক দুরুত্ব বজায়,স্বাস্থবিধি মানাসহ সচেতন সৃষ্টি করতে মাঠে কাজ করছে থানা পুলিশ।এজন্য থানার বিভিন্ন হাট বাজার,দোকান পাট,সহ গুরুত্বপুর্ণ স্থানগুলো নজরে রেখেছে পুলিশ প্রশাসন।
গনজমায়াত ও জনসমাগমে রয়েছে বিধিনিষেধ।নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও কাঁচাবাজরের দোকানে বেঁধে দেয়া হয়েছে বিভিন্ন নিয়ম।কচাকাটা থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃমাহবুব আলমের নেতৃত্বে প্রতিদিন সকাল বিকাল ও সন্ধ্যায় চলছে জনসচেতনমুলক প্রচারণা।হ্যান্ড মাইকে এলার্ম দেয়া হচ্ছে করোনার সুস্পষ্ট ধারণা ও করণীয়,সাবান দিয়ে হাত ধোয়া,মাক্স ছাড়া বাইরে না যাওয়া,প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া,জনসমাগম ও সামাজিক দুরুত্ব মেনে চলা।
এভাবেই করোনা বিস্তার রোধে কাজ করে যাচ্ছে কচাকাটা থানা পুলিশ।থানার বিভিন্ন প্রান্তে ছুটে চলেছে পুলিশ প্রশাসন।থানার কচাকাটা বাজার,মাদারগ্জ বাজার,গাবতলা বাজার,সুবলপাড় বাজার,কাশেমবাজার,বলদিয়া বাজার ও নায়কের হাট রয়েছে বিশেষ নজরদারিতে।