কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের টিকা নেয়ার পর অসুস্থ্য হয়ে চিকিসাধীন অবস্থায় মোজাহিদুল ইসলাম (৩০) নামের এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ২ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে দৈনিক আমাদের বাংলা পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এবং শহরের জাহানাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলো। সে সদরের ডেমা গ্রামের শেখ রুহুল আমীনের ছেলে।
জানাগেছে, মোজাহিদুল ইসলাম গত ২২ মার্চ বাগেরহাট সদর হাসপাতাল থেকে টিকা গ্রহন করে। তারপর শরীরের জ্বর ও ব্যাথা অনুভুত হয়। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতাল ভর্তি করা হলে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার দুই দুইবার করোনা পরিক্ষা করার পর দুইবারই নেগেটিভ রিপোর্ট আসে। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, মোজাহিদুল ইসলামের নমুনা সংগ্রহের পর রিপোর্ট পজেটিভ আসে। করোনার টিকা নেওয়ার পর অসুস্থ্য হয়ে মৃত্যুর বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগ তদন্ত করে দেখবে।