স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামসহ দেশের সব মহানগর এলাকায় গণপরিবহন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে বাহির থেকে কোনো পরিবহন নগরে ঢুকবে না এবং নগর থেকেও বাহিরে কোনো পরিবহন যাবেনা বলে সিদ্ধান্তে জানানো হয়।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করার পর, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের এক জরুরী সভায় এ সিদ্ধান্তের কথা জানান।
এসময় সিদ্ধান্তে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের অর্ন্তভূক্ত শহর এলাকায় গণপরিবহন গুলো আগামী ৭ এপ্রিল বুধবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শহর এলাকায় গাড়ি চালানোর জন্য সংশ্লিষ্ট মালিক, চালক ও শ্রমিকদের নির্দেশ দেওয়া হয়। এ ক্ষেত্রে নগরের বাহির থেকে কোনো পরিবহন নগরে প্রবেশ করতে পারবে না এবং নগর থেকে বাহিরেও যেতে পারবে না বলে জানান সংগঠনের নেতারা। এসময় নেতারা আরও বলেন, লকডাউনে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণপরিবহনে চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছেন।
সংগঠনের সভাপতি জহুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রসুলের সঞ্চালণায় সভায় আরও উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি মাহবুব আলম মিয়া ও অতিরিক্ত মহাসচিব হাজী মোহাম্মদ ইউনুছ কোম্পানী।