এস এম আল আমিন, স্টাফ রিপোর্টার পঞ্চগড় :ভূমিকম্পের সময় বিভিন্ন ভবন ও বাড়ি হঠাৎ করে লোকজন বাইরে বেরিয়ে আসে।
পঞ্চগড় ঠাকুরগাঁও, দিনাজপুর রংপুর, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জায়গায় (৫ এপ্রিল) সোমবার রাত ৯ টা ২০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫.৬ মাত্রার ভূমিকম্পের আতঙ্কে লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।
তবে এখন পর্যন্ত কোন তবে ক্ষয়ক্ষতির খোঁজ পাওয়া যায়নি। তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:রাসেল সাহ্ এর তথ্যমতে, আজ রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে,যার ৫.৬ মাত্রা।