এনামুল হক,স্টাফ রিপোর্টারঃ কোভিড-১৯ করোনা ভাইরাস হতে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে শেরপুর জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও মনিটরিং করছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
অদ্য ০৫ এপ্রিল শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর নির্দেশনায় সমগ্র জেলা ব্যাপী জেলা ও উপজেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে মোট ৪৬টি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক বিস্তারে ঝুঁকি সৃষ্টি করায় (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় ৬টি মামলায় ২০,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে জনগণকে সচেতন করতে নিরলস কাজ করে যাচ্ছে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
করোনা ভাইরাস প্রতিরোধে এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে,বলে জানান জেলা প্রশাসক আনার কলি মাহবুব।