কুড়িগ্রাম প্রতিনিধিঃকোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে সরকার প্রজ্ঞাপন জারীর মাধ্যমে ৭ দিনের লক ডাউন ঘোষনা করেছে। করোনা সংক্রমন প্রতিরোধে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ইতিমধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে মাঠে কাজ করেছে। কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নির্দেশনায় জেলা সদর সহ প্রতিটি থানা এলাকায় মাস্ক ও লিফলেট বিতরন কর্মসূচী করেছে পুলিশ । যা এখনও অব্যাহত রয়েছে।
সোমবার ( ৫ এপ্রিল) সকাল ৯ টার পর থেকেই
সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে জেলার সকল বাজারে সরকারি নির্দেশনা মেনে চলতে তৎপর ছিল জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রুহুল আমীনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) উৎপল কুমার রায় ও অফিসার ইনচার্জ কুড়িগ্রাম ,শাহরিয়ার কবির এসময় উপস্থিত ছিলেন।
পুলিশ প্রশাসন লক ডাউন বাস্তবায়নের নিমিত্তে লিফলেট, মাইকিং, প্রচার প্রচারনা করে। বিকাল ৪ টার দিকে সকল দোকানপাট ও অটো রিক্সা, যানবাহন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। জনগনকে মাস্ক ব্যবহার নিশ্চিত ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য পুলিশ কাজ করছে।
পুলিশের এক কর্মকর্তা জানান , এ তৎপরতা আগামী ৬ দিন চলবে। অনেকেই মাস্ক ব্যবহারে ও স্বাস্থ্যবিধি মেনে চলছে না, অনেক কেই মাস্ক ছাড়া বাজারে পাওয়া গেল, যা আমাদের জন্য অশনি সংকেত।
জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষ হতে জেলাবাসী কে আগামী দিনগুলোতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করা হয়েছে।