মোঃ লাতিফুল আজম,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি:নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় আইপিএসয়ের এক নিমিষের আগুনে ২১টি দোকানের সওদাপাতি, আসবাবপত্র, গচ্ছিত টাকা সম্পূর্ণ পুড়ে অঙ্গার হয়ে গেছে। এতে প্রায় ২কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিক, ব্যবসায়ীদের। আজ মঙ্গলবার সকাল ৬ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারস্থ মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬ টায় সাদেক মাস্টারের কাপড়ের দোকানের আইপিএসয়ের ব্যাটারির বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে।
এসময় মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ২১ টি দোকান ও দোকানের রক্ষিত মালামাল পুড়ে ছারখার হয়ে যায় এবং কিছু উৎসুক জনতা দোকানের মালামাল লুটপাট করে। খবর পেয়ে কিশোরগঞ্জ, জলঢাকা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, নির্বাহী অফিসার রোকসানা বেগম, ভূমি কর্মকর্তা রাকিবুজ্জামান রাকিব। এ ব্যাপারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মকবুল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দল ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।