মোঃ রাজন মিয়া বিভাগীয় বিশেষ প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন ও নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পটির মাটি ভরাট ও রাস্তা নির্মাণ কাজ পরির্দশন করলেন শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন,এসময় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ করেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
আজ ০৫ এপ্রিল (সোমবার) দুপুরে কুসুমহাটি বাজার সংলগ্ন জমশেদ আলী মেমোরিয়াল (বিশ্ববিদ্যালয়) কলেজের সম্মুখে অতি-দরিদ্র তথা ভূমিহীনদের জন্য ঘর নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পের মাটি ভরাট কাজ সরেজমিনে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ ও তদারকি করা হয়।
প্রশাসনিক তথ্য সুত্রে জানা যায়,৮ নং লছমনপুর ইউনিয়নের ঘিনাপাড়া মৌজায় ৫৮ শতাংশ জমির উপর নির্মাণাধীন এ আশ্রয়ন প্রকল্পটি বাস্তবায়ন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম।
এদিকে মাটি ভরাট কাজে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পাইলট প্রকল্প থেকে ৫৯ টন গম বরাদ্দ প্রদান করা হয়েছে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নং লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়াসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।