কামরুল হাসানঃ“মাক্স পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” স্বাস্থ্য বিধি মেনে চলি করোনামুক্ত জীবন গড়ি” এই স্লোগানে সামনে রেখে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে লকডাউন কার্যকর সচেতনতা বৃদ্ধিসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও লিফলেট বিতরণ করেছে মিরসরাই থানা পুলিশ। আজ রোববার সকালে মিরসরাই পৌরসদর, হাদিরফকির,বড়তাকিয়া, মিঠাছড়া সহ বিভিন্ন স্থানে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় মাস্ক না পরে রাস্তায় চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃমজিবুর রহমান পিপিএম। লকডাউন কার্যকর সচেতনতা ও করোনা প্রতিরোধের এ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন মিরসরাই থানার পুলিশ পরিদর্শক অপারেশন দীনেশ চন্দ্র দাশ গুপ্ত, উপ-পুলিশ পরিদর্শক রাজীব চন্দ্র পোদ্দার, এসআই মাকসুদ, এসআই বোরহান সহ মিরসরাই থানার অন্যান্য সকল অফিসারবৃন্দ।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম বলেন,সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।আমাদের সম্মানিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম স্যারের নির্দেশনায় বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মানুষের মাঝে অতীতেও ছিলাম এবং বর্তমানে ও রয়েছি।
মানুষকে মাক্স পরাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। সরকারের নির্দেশিত আগামীকাল থেকে লকডাউন নিশ্চিত করার যথাযথ উদ্যোগ আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি।করোনা মহামারির এ কঠিন সময়ে জরুরী প্রয়োজনে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাক্স ব্যবহার করে মানুষ যেন ঘরের বাইরে আসতে পারে আমরা সে বিষয়ে ও সচেতনতা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি।
আমরা পুলিশ বাহিনী চায় করোনা মহামারীর এই সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মানুষ যেন সুস্থ সবল স্বাভাবিক ভাবে জীবন যাপন করে ভালো থাকতে পারে।আমরা চাই যে,করোনার মহামারি থেকে মিরসরাই থানার সকল মানুষ গুলো যেন সুরিক্ষত থাকুক।এ লক্ষ্যে নিয়েই আমরা সকল পুলিশ সদস্য কাজ করে যাচ্ছি।