বিবিসিনিউজ২৪,ডেস্কঃ কুমিল্লার মেয়ে “আফরিনা আক্তার নিপা”।যিনি একজন সফল উদ্যোক্তা, সফল ব্যবসায়ী। তিনি ২০২০ সাল থেকে পড়াশোনার পাশাপাশি চালিয়ে যান জীবন সংগ্রামের একটি অংশ অনলাইন ব্যবসা।তবে থেমে থাকেননি তিনি। দুর্গম পথ এবং ব্যার্থতার গ্লানি উপেক্ষা করে আজ সাফল্যর দ্বারপ্রান্তে ” আফরিনা আক্তার নিপা”।হাটি হাটি পা পা করে তার ব্যবসা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে তিনি হয়ে উঠেন কুমিল্লার সফল নারী উদ্যোক্তা।
”উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে টেকজুমের এবারের আয়োজন।কুমিল্লার মেয়ে “আফরিনা আক্তার নিপা ” এর উদ্যোক্তা হয়ে ওঠা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিবিসিনিউজ২৪ এর স্টাফ রিপোর্টার। পাঠকদের উদ্দেশ্যে সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-
আপনার সম্পর্কে যদি কিছু বলতেন?
আসসালামু আলাইকুম আমি আফরিনা আক্তার নিপা। আমি কুমিল্লা মেয়ে,নানু বাড়ি দাদুবাড়ি শশুরবাড়ি সবকিছুই কুমিল্লায় আমার পড়াশুনার পাশাপাশি নিজের একটা অনলাইন বিজনেস রয়েছে আমার উদ্যোগ এর নাম Making&Baking ওয়ার্ল্ড।
উদ্যোক্তা আগ্রহ কিভাবে তৈরি হলো?
উদ্যোক্তা হওয়ার আগ্রহটা আমার সেই ছোট বেলা থেকেই,, কমার্সের স্টুডেন্ট হওয়ায় সবসময় বিজনেস নিয়ে ঘটাঘাটি,যখন ক্লাস ৯ এ গ্রুপ চয়েজ করেছিলাম তখনই মনে মনে একটা বেপার ঘুরতো যে সাইন্স এর তাদের যদি আসল অর্জন ডাক্তার ইন্জিনিয়ার হয়,তাহলে আমি কর্মাসে পড়ে যদি বিজনেস না করতে পারি তাহলে বেপারটা কেমন লাগে আর সেই ভাবনা থেকেই নিজের ছোট করে হলেও টুকিটাকি বিজনেসের আগ্রহ তৈরি।
আপনি এই অনলাইন বিজনেসে কাকে আইডল হিসেবে দেখছেন?
সত্যি বলতে কেউ এটা করছে আমিও করবো এমন কোন কিছু ধরে বিজনেসে আসা হয়নি,ছোট বেলার চাপা ইচ্ছে টা সবসময়ই সুযোগের অপেক্ষায় ছিলো, হুট করেই কোন এক কারণে ওভেন কেনা হয়,আর বাসায় তেমন কোন কাজেই ব্যবহার হচ্ছেনা,তো কীভাবে পুরোপুরি কাজে লাগবো সেই ভাবনা থেকেই বেকিং কেই বেছে নিলাম বিজনেস এর জন্য,আর বিজনেসে আসার সবচেয়ে বড় কারণটা হলো,আমার ভাই না আব্বু আম্মু জন্য নিজের ইনকামের মাধ্যমে কিছু করার প্রবল ইচ্ছাকেই আইডল বলা যায় আমার মতে, কারণ পড়ালেখা শেষ করে কবে জব আদৌ কি ভালো কোন জব করতে পারবো সে অপেক্ষায় বসে থাকতে পারছিলাম না তাই পাশাপাশি বিজনেস শুরু করা।
কতটুকু সফলতা লাভ করেছেন বলে মনে করেন?
আলহামদুল্লিলাহ যতটুকু সফলতা পেয়েছি তা আল্লাহর তালার অনেকক রহমত মনে করি আমি,আর তাছাড়া জীবনে কিছু করবো এই ইচ্ছের ত শুরু মাএ,যেতে হবে আরও অনেকক দূর,হাটতে হবে আরও অনেকক পথ,সকলের দোয়ায় আশা করি সফলতা শীর্ষে পৌছাবো।
আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?
ভবিষ্যত পরিকল্পনা নিজের এই ছোট উদ্যোগটাকে অনেকক বড় আয়ওে সাজানো,যাতে আমার এই উদ্যোগের মাধ্যমে আমি অন্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি।
আপনার শিক্ষাগত যোগ্যতা যদি বলতেন?
আমি বর্তমানে কুমিল্লা কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ থেকে পিলি মাষ্টার্স করছি একাউন্টিং এ।
আপনার চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবেলা করেছেন?
আমাদের সমাজ নিজেদের অনেক মর্ডান মনে করলেও এখন একটা মেয়ে কিছু একটা করতে গেলে সেটাকে ভালো নজরে নেয়না,নিজের বিজনেসের সবকিছু যেহেতু নিজে সামাল দিতে হয়,তো কাজের জন্য বার বার বাসা থেকে বের হওয়াটাও শুরু শুরুতে অনেকের চোখে ভালো লাগেনি,এমন কি আব্বু আম্মুরও কোনদিন ই পছন্দ না বাসা থেকে হুট হাট যেকোন সময় বের হওয়া,তবে এখন আস্তে আস্তে বেপারটা সবার কাছে কিছু স্বাভাবিক হয়ে উঠেছে,এখন প্রোডাক্ট ডেলিভারিতে আব্বু আম্মু হেল্প করে কাজে আমার বোন আমাকে সবসময়ই হেল্প করে,আমার হেল্পিং হেন্ড যার কথা না বল্লেই নয় সে আমার বেস্ট ফ্রেন্ড শুরু থেকেই বাসার বাইরের কাজ গুলোতে যে কিনা সবসময় আমার পাশে থাকে,আমার আমার হাজবেন্ড আমাকে সবসময়ই মানসিক ভাবে যে পরিমান সাপোর্ট করে তার জন্যই হয়ত সব সমস্যা গুলো মোকাবেলা করতে আমি অনেকক বেশী সাহস পাই আর আমার অনেকক ক্লাইন্ট আপুরাও আমার এই পথে অনেক বেশী সাহস যোগায়,তাদের সাপোর্টও আমার জন্য অনেকক বড় অবদান।
আপনার নতুন প্রোডাক্ট গুলো কি কি?
আমার সবসময়ই চেষ্টা থাকে নিজের কাজে মাধ্যে নতুনত্ব আনার,বিজনেস শুরু করি হোমমেড কেক আর কাঁচাগোল্লা নিয়ে এরপর নতুন করে যুক্ত হয়েছে কাস্টমাইজড চকলেট,ফিক্সড ড্রাই ফ্রুটস পাশাপাশি আমি বেকিং ক্লাস ও করিয়ে থাকি।
বর্তমানে কভিড১৯ এ ই-কমার্স?
জ্বি এই মহামারী আমাদের জন জীবনে অনেক বড় বাধা আবার ততটাই আশীর্বাদ ও,যদিও আমার উদ্যোগটি কভিড আসার আগে থেকে আল্লাহর রহমতে ভালোই চলছিলো,মাঝে নিজে থেকে কয়েকমাস অফ রেখেছিলাম সবকিছু সবার সুরক্ষার কথা ভেবে,আলহামদুলিল্লাহ এরপর আবার সবার অনেকক সাপোর্ট পেয়েছি।
পরিশেষে স্রোতাদের উদ্দ্যেশ্যে কিছু বলুন?
জ্বি পরিশেষে সকলের উদ্দেশ্য যা বলার আছে ১ম ই আমি আমার সকল শুভাকাঙ্ক্ষিদের প্রতি আমি কৃতজ্ঞ,আর অনেক ভালোবাসা।আমাদের সকলের ই উচিত নিজেকে স্বাবলম্বী করা,কোন কাজকে ছোট করে না দেখা আর যাই করবো ধৈর্য নিয়ে করবো,আমার আজকের কাজে কারো কোন সাপোর্ট পাচ্ছি ভেবে হাল ছেড়ে না দিয়ে আমার হাতে যতটুকু সুযোগ আছে তাকে কাজে লাগিয়ে সামনে এগোতে থাকে অল্প অল্প করে সফলতা আমাদের কাছে ধরা দিবেই আমার ছোট মস্তিষ্কের ভাবনা এটা,সবাইকে আবারও আসসালামু আলাইকুম সবাই অনেকক ভালো থাকবেন নিজ নিজ অবস্থানে সবাই সবার জন্য দোয়া করবেন।