মোঃ রুবেল মিয়া:জামালপুরের ইসলামপুরে দশানী নদী থেকে অবৈধভাবে ৬ সেলেন্জার ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন করায় মালেক মিয়া (৩৫) নামে এক বালু ব্যবসায়ীকে জেল দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ ৪ এপ্রিল রোজ, রোববার দুপুরে গাইবান্ধা ইউপি টুংরাপাড়া এলাকায় ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট এস.এম মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় গাইবান্ধা মরাকান্দি গ্রামের মৃত ভেটুর ছেলে মো. মালেক মিয়াকে (৩৫) আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ড্রেজার দ্বারা বালু ও মাটি উত্তোলনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে। সাজাপ্রাপ্ত আসামিদের ইসলামপুর থানা পুলিশের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মাজহারুল ইসলাম জানান, গোপন সুত্রে জানতে পারি র্দীঘদিন থেকে তারা অবৈধ ভাবে দশানী নদী থেকে বালু উত্তেলন করে সিন্টিকেটে ব্যবসা করে, তার ধারাবাহিকতাই আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় তিনি আরও বলেন জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে ।