শেরপুর প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলার ১১নং বলাইরচর ইউনিয়নের রামেরচর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের দ্বারা লেবু গাছ কর্তনকে ইস্যু করে অন্যজনকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার (২৯মার্চ) ভোররাতে জয়নাল হোসেন এর লেবুর বাগানের এ ঘটনাটি ঘটেছে।
একই এলাকার প্রতিবেশী জয়নাল হোসেন ও দুলাল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন থেকে চলে আসছিলো। এরই জের ধরে লেবুর বাগানের ৪টি গাছ লোকচক্ষু আড়ালে একদল দুর্বৃত্ত কর্তন করে।
এমন ঘটনায় নিরিহ দিনমজুর দুলাল মিয়া ও তার পরিবারকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে।
সরেজমিন গিয়ে জানা যায়,একই এলাকার প্রতিবেশি জয়নাল হোসেন এর সাথে দিনমজুর দুলাল মিয়ার ৯শতাংশ জমি নিয়ে দ্বন্দ চলে আসছে। দীর্ঘ কয়েকবার স্থানীয় মেম্বার ও এলাকার গন্যমাণ্য লোকজন দু’পক্ষকে নিয়ে একটি সমাধান করার লক্ষে বৈঠক করলেও কোন সমাধানে আসেনি।পরে গত সোমবার ২৯মার্চ সব শেষ বৈঠকে সকলের উপস্থিতিতে দু’পক্ষের মতামতের প্রেক্ষিতেে একটি সমাধান আসলেও রাত না পহাতেই ওই লেবু বাগানের ৪টি গাছ কে বা কাহারা কর্তন করে রেখে যায়। এর ফলেই পূণরায় দু’পরিবারের মধ্যে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এদিকে জয়নাল হোসেন ও তার পরিবার অর্থনৈতিক ও স্থানীয়ভাবে বৃত্তশালি হওয়ায় নিরিহ দিনমজুর দুলাল মিয়া ও তার পরিবারকে মামলার দিয়ে হয়রানী করাবেন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
এমন পরিস্তিতিতে অসহায় দুলাল মিয়া ও তার পরিবার চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়রা বলছেন, এখানকার বর্তমান পরিস্থিতি চরম উত্তেজনায় রয়েছেন। যেকোন সময় বড় ধরনের সংঘর্ষ হওয়ায় সম্ভবনা রয়েছে। স্থানীয় কিংবা আইনের মাধ্যমে সঠিক তদন্তের করে দু’পক্ষের দ্বন্দকে নিরসন করা জরুরি। নয়তো ভূল বুঝাবুঝির এক পর্যায় ব্যাপক সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে।এব্যাপারে দিনমজুর দুলাল মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।