যশোর প্রতিনিধি : যশোর অভয়নগরেএক বিধবাকে (৫০) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পুলিশ অলিয়ার সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বুধবার গভীররাতে অভয়নগর উপজেলার একতারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় ওই বিধবা রাতেই অভয়নগর থানায় মামলা (নম্বর-০১/৩১.০৩.২০২১) করেন।
লিখিত অভিযোগে তিনি জানা যায়, বছর ৪ আগে তার স্বামী মারা যান। এক ছেলে ঢাকায় চাকরি করেন; মেয়েকে বিয়ে দিয়েছেন। বাড়িতে তিনি একা থাকেন। একতারপুর গ্রামের গণি সরদারের ছেলে অলিয়ার তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি পরিবারের সদস্যদের একাধিকবার জানালেও কোনো সমাধান হয়নি।
বুধবার রাতে অলিয়ার তার বাড়িতে যান এবং শ্লীলতাহানির চেষ্টা করলে তিনি চিৎকার দেন। স্থানীয়রা ছুটে এলে অলিয়ার পালিয়ে যান। তবে এই বিষয়ে অভিযুক্ত অলিয়ারের বক্তব্য জানা যায়নি।
এই বিষয়ে মামলা অভয়নগর থানার (এসআই) জয়নুল ইসলাম বলেছেন, অভিযোগের ভিত্তিতে অলিয়ারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অধিকতর তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা হবে।।