বিবিসিনিউজ২৪, ডেস্কঃচট্টগ্রাম নগরীর ১০ নং ওয়ার্ড আকবরশাহ থানাস্থ উত্তর কাট্টলী জাকের নগর এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে।
এতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সর্বহারা পরিবারের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এবং বিবিসিনিউজ টুয়েন্টিফোর ডটকম ডটবিডি’র মনোয়ার উল আলম চৌধুরী নোবেল।
এতে খোলা আকাশের নিচে বসবাস করছে তিন পরিবারের সদস্যরা।এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লক্ষ টাকা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
উল্লেখ্য গত ২৪ মার্চ ভোররাত ৪ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবার কৃষক আলতাফ হোসেন রিপন বলেন আমরা মনোয়ার উল আলম চৌধুরী নোবেল এর নিকট চিরকৃতজ্ঞ, উনি একজন সমাজসেবক হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন তাতে আমরা ক্ষতিগ্রস্ত পরিবার উনার নিকট ধন্যবাদ জ্ঞাপন করি।