শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি ঃশ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের হাতে ফেন্সিডিল সহ এক যুবক আটক হয়েছে। বুধবার (৩১ মার্চ) সিলেটগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন থেকে তাকে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতিকালে আটককৃত রুবেলের আচরণে সন্দেহ হলে ট্রেনে কর্তব্যরত পি.এ ম্যান মাহতাব হোসেন ও রাজু মল্লিক তার পেশা ও গন্তব্য স্থান সম্পর্কে জানতে চাইলে সে কোন সঠিক উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর দিক নির্দেশনায় ও প্লাটফর্ম ডিউটিতে নিয়োজিত উপ-পুলিশ পরিদর্শক মোঃ সালাউদ্দীন খান তাৎক্ষণিক তার শরীর তল্লাশি করে কোমরে কাগজে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০ বোতল ফেন্সিডিল পায়। পরে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মোঃ রুবেল।
সে বর্তমানে আখাউড়া রেলওয়ে কলোনির, বাগান বাড়ীতে থাকে বলে জানায়। তার পিতার নাম জাহাঙ্গীর মিয়া। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ছালামত পুর গ্রামের বাসীন্দা। পরে তার বিরোদ্ধে মাদক আইনে একটি মামলা দিয়ে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়।