প্রেস বিজ্ঞপ্তিঃরুমা বাজারের মর্ডান স্টোরে শ্যামল দোকানে কর্মচারী জ্যাকি বড়ুয়া , দীর্ঘদিন ধরে তিনি রুমায় চাকরি করতেন। ৩১মার্চ সন্ধ্যায় কালীন বন্ধু হৃদয় নামে এক সহপাঠী সাথে রুমা টু বগালেক রোডে প্রতিদিনই ন্যায় মটর সাইকেল যোগে ঘুরতে যায়। রাত আনুমানিক ৮ঘটিকার দিকে ফেরার পথে মুললাই বম পাড়ার সংলগ্নের মটর সাইকেল দ্রতগতিতে চালালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খুঁটি সাথে লেগে ব্রিজের নিচে পড়ে যায়। উনার মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হয়।
রেমাক্রি প্রাংসা ইউনিয় পরিষদে চেয়ারম্যান জিরা বম জানান, পরে জানাজানি হলে মুনলাই বম পাড়ার লোকজন/ সহপাঠীরা রুমা স্বাস্থ কমপ্লেক্সের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে সহপাঠী হৃদয় নামে ছেলেটিকে আহত অবস্থায় উদ্ধার করে রুমা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়েছে।
রুমা সচেতন মহলের উদ্বেগ প্রকাশ করে বলেন, রুমা উপজেলা ভাড়ার চালিত মটর সাইকেল ও বান্দরবান থেকে পর্যটক নিয়ে আসা বোলেরু (বি সেভেনটি ) চাঁদের গাড়ি চালকের অতিউৎসাহী/অতিরঞ্জিত বেপোরোয়া গাড়ির চালাতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনায় কবলিত হয়। তাই প্রশাসনের প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়া দুর্ঘটনায রোধ করা সম্ভব নয় বলে দাবি করেছেন সচেতন মহলের।
এই প্রতিবেদন লেখার পর্যন্ত আইনের কোন জটিলতা আছে কিনা তা জানা যায়নি ।