শ্রীমঙ্গল( মৌলভীবাজার) প্রতিনিধি ঃ শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা কুঞ্জবন (দক্ষিণ পাড়া) এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে উপর্যুপরি আঘাতে প্রাণ হারালো মৃত মন্তাজ মিয়ার ৪র্থ পুত্র ছুরুক মিয়া।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, এস আই ইউসুফ, এস আই হান্নান।
আটক করা হয়েছে ঘাতক ফয়সালের পিতা জমসেদ মিয়াকে।
নিহতের মা ও আত্মীয়স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে চার পাশ। চোখের পানি মুছতে দেখা যায় উপস্থিত এলাকাবাসীসহ সকলকেই। এম,মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) প্রতিনিধি, তারিখ, ২৭ মার্চ ২০২১ খ্রিঃ