এনামুল হক,স্টাফ রিপোর্টারঃবাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ধর্ম ব্যবসায়ীদের নৈরাজ্য সৃষ্টি ও জ্বালাও পোড়াও আন্দোলনের বিরুদ্ধে শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ রবিবার বিকেলে শহরের চকবাজারস্থ শহীদ মিনার থেকে প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শহীদ মিনার গিয়ে শেষ করেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আ স ম নুরুল ইসলাম হিরো, সদর উপজেলার সাবেক সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, হুইপ কন্যা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক ডা. শারমিন রহমান অমি প্রমূখ।
এসময় জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামীম হোসেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।