অভি ভৌমিকঃ উত্তর কাট্টলীতে এই প্রথম জাগো হিন্দু পরিষদ (আকবরশাহ্ থানার) উদ্যোগে পালিত হলো দোল উৎসব।
অদ্য ২৮ শে মার্চ দোল পূর্ণিমা বা দোলযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসবের মধ্যে একটি হলো দোল পূর্ণিমা বা দোলযাত্রা।জাগো হিন্দু পরিষদ (আকবরশাহ্ থানা) কমিটির উদ্যোগে উত্তর কাট্টলীতে প্রথম বারের মতো দোল উৎসবের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা মিলন শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী রাজীব দাশ। চট্টগ্রাম মহানগর জাগো হিন্দু পরিষদের সভাপতি রুবেল কান্তি দে। বিশিষ্ট সমাজসেবক ডালিম আচার্য, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা ও সমাজসেবক চিন্ময় দত্ত সহ আরো অনেকে।
দোল উৎসবের যুগ্ন আহবায়ক প্রীতম আচার্য মানিক
বিবিসিনিউজ টুয়েন্টি ফোর ডটকম ডটবিডি’কে বলেন সনাতনী ধর্মাবলম্বীদের হারানো ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য এই আয়োজন করা হয়েছে। খুব উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান পালন করা হচ্ছে বলে জানান। আরো বলেন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান।
দোল পূর্ণিমা হিন্দু বৈষ্ণবদের একটি উৎসব। তাদের বিশ্বাস অনুযায়ী, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। এই ঘটনার পর থেকে দোল উৎসবের উৎপত্তি। এইদিন সনাতন ধর্মাবলম্বীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে দোল উৎসবের অনুষ্ঠান শুরু করেন। সারাদেশে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত এ উৎসব চলে। সনাতন ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির মাখিয়ে এ উৎসব উদযাপন করে থাকেন।