শুভাশীষ দাশ,প্রতিনিধি রামগড়(খাগড়াছড়ি)ঃস্বাধীনতার পঞ্চাশ বছর সুবর্ণজয়ন্তীতে “স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে”উত্তরণ হওয়ায় খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসন দুইদিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে।
রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার (২৭মার্চ) সকাল দশটায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহমুদ উল্লাহ মারুফ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শাহ আলম,রামগড় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রতিক সেন, মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ,তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।
আলোচনায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের কর্মকান্ডের প্রশংসা করেন এবং মেলার লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করে কৃষি , শিক্ষা, স্বাস্থ্য, আবাসন,যোগাযোগ সহ সর্বক্ষেত্রে সরকারের অগ্রগতির চিত্র তুলে ধরেন।
বিকেলে রামগড় তথ্য অফিসের আয়োজনে মুক্তিযুদ্ধের উপর প্রামান্য চিত্র প্রদর্শন ও শিশু শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।এরপর রামগড়ের সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মফিজুর রহমান শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের গল্প শোনান এবং অথিতিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদে পুরস্কৃত করেন।
এসময় রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পাতাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্হিত ছিলেন।