প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)ঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনকালে দেশের বিভিন্ন স্হানে মৌলবাদী জামায়াত-হেফজত চক্র দেশের বিভিন্ন স্হানে ধ্বংসাত্মক তান্ডবলীলার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৭ মার্চ) বিকাল ৫টায় উপজেলা দলীয় কার্যালয় চত্বর হতে বিশাল বিক্ষোভ মিছিল রামগড় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কর্যালয়ে সামনে এক সমাবেস এ মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল আলম আলমগিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃআনোয়ার ফারুক,জেলা আওয়ামিলীগের উপদেষ্টা শেরআলী ভুইঞা, রামগড় পৌর আওয়ামীলীগ সভাপতি রফিকুল আলম কামাল,রামগড় বাজার পরিচালনা পর্যদের সভাপতি আবুল হাসেমখাঁ প্রমুখ।
সভায় বক্তারা হেফাজতে ইসলাম আহুতু আগামী কাল রোববারের হরতালের কর্মসুচি যে কোন মূল্যে প্রতিহতের অঙ্গীকার করেন। তাদের দেশ বিরোধী যে কোন কর্মকান্ড রাজপথে মোকাবেলার
ঘোষনা দেন।