মো শাহরিয়ার ইমন কাউখালী, রাঙ্গামাটি, প্রতিনিধিঃআজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। আজ থেকে ৫০ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি এই কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে। বিশ্বের মান চিত্রে জম্ম লাভ করে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্র। ১৯৭১ সালের এই দিন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন।
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে শহীদের প্রতি বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, কাউখালী থানা, বাংলাদেশ আওয়ামিলীগ, জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল সহ সর্বস্থরের জনগণ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। কাউখালী উপজেলা মাঠে কুচকাওয়াজ ও সালাম গ্রহণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জানাব শামশুদোহা চৌধুরি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শতরূপা তালুকদার, এ এসপি অমিত দাশ ও অফিসার ইনচার্জ মো পি এম শহিদউল্লাহ্।
মহান ২৬ মার্চ উদ্ধোধন সময়কালে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শামশুদোহা চৌধুরি বলেন, অপরিসীম সাহস,দৃঢ়চেতা মনোভাব ও আপসহীন নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু পরাধীন বাঙালি জাতিকে সংগ্রামী হওয়ার অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
বঙ্গবন্ধুর আহ্ববানে সাড়া দিয়ে বাংলার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর এ দেশে জম্ম হওয়াতে পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানান।