কামরুল হাসানঃগণহত্যা দিবস উদযাপন উপলক্ষে শহীদদের স্বরণে বধ্যভুমিতে মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহষ্পতিবার ২৫ মার্চ সকাল ১১টায় মিরসরাই উপজেলার ৯নং সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামে বধ্যভুমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান (পিপিএম) জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কবির আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা সহকারী স্বাস্থ্য প্রকোশলী কেএম সাঈদ মাহমুদ, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ইনচার্জ ইমাম হোসেন, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।