শুভাশীষ দাশ,প্রতিনিধি রামগড়(খাগড়াছড়ি)ঃ খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে বনাঢ্য কর্মসূচিরতে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৬ শে মার্চ)দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে লেকপাড়স্থ বিজয় ভাস্কর্যে বীর শহিদদের স্মরনে শ্রদ্ধাঞ্জলির পুষ্পস্তবক অর্পন করেন রামগড় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযোদ্ধা সংসদ,রামগড় থানা, রামগড় পৌরসভা,রামগড় প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড, লেডিস ক্লাব,উত্তরণ ক্লাব, রামগড় বাজার পরিচালনা কমিটি,ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, ত্রিপুরা কল্যাণ সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল,সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৮টায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতিক পায়রা ওড়ানো, কুচকাওয়াজ পরিদর্শন করেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহমুদ উল্লাহ মারুফ ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান।
সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনাতয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় স্বাধীনতার যুদ্ধে অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার (প্রবি)মোঃ মাজহারুল ইসলাম, রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন,কাউন্সিলর কনিকা বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজুর রহমান,পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা,পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামাল, সাধারন সম্পাদক আব্দুল কাদের সহ বিভিন্ন দপ্তরে নিয়োজিত সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।
এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দুপুরে হাসপাতাল ও বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবারের ব্যবস্থা করা,বিকেলে মহিলাদের ক্রিড়া প্রতিযোগিতায়,পুরুষদের প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে।