মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি:নলছিটিতে উপজেলা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’র এ বছরে নলছিটি চায়না মাঠে সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, সহকারি কমিশনার ভূমি মোহম্মদ সাখাওয়াত হোসেন, নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আলী আহমেদ,জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল, পৌর আ’লীগের সম্পাদক জার্নধন দাস, বিভিন্ন দপ্তরের প্রধান,পৌর কমিটির,শিক্ষক, সাংবাদিক, যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ’র নেতৃবৃন্দ।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিলে অনুষ্ঠিত সভায় রনাঙ্গনের বীর যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
এর পূর্বে ফেরিঘাট এলাকায় অবস্থিত বধ্যভূমিতে স্বাধীনতা যুদ্ধে আত্মদান করা বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।