ডেক্স রিপোর্টঃ স্বাধীনতা, পরাধীনতার শিকল ছিড়ে বুকের তাজা রক্তবিলিয়ে দিয়ে অর্জিত এক গৌরব। আজ স্বাধীনতার ৫০ বছর,সুবর্ন জয়ন্তী, মুজিব বর্ষের এই ক্ষনে ঢাকা উত্তর মহানগর এর দারুস সালাম থানা আওয়ামীলীগের পক্ষ থেকে রাজধানী বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচ্ছন্ন আওয়ামী নেতা গিয়াস উদ্দিন।
তিনি বলেন, সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নিতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শপথ নিতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে কোন বাধাই আমাদের দমিয়ে রাখতে পারবেনা। পাকিস্তানের শোষণ, বঞ্চনা, বৈষম্যে ও পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে বাঙালি তথা পূর্ব বাংলার জনগণ দিনের পর দিন নিষ্পেষিত হতে থাকে।
এ সময় মুক্তির মহানায়ক হিসেবে বাঙালি জাতিকে উজ্জীবিত করে তোলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি স্বাধিকার আন্দোলনে বাংলা ও বাঙালির ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এদেশে গড়ে ওঠেছিল জাতীয় ঐক্য।