কে এম রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর মাসিক কল্যাণ সভায় পিআরএল গমনকারী পুলিশ, সিভিল স্টাফ সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ মার্চ) সকাল ১০ টায় দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস সেডে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।
এসময় সভায় অত্র ইউনিটে কর্মরত থেকে বর্তমানে সফলভাবে কর্মজীবন শেষ করে সদ্য পিআরএল এ গমনকারী পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ গোলাম জাকারিয়া, এসআই (নিরস্ত্র) তপন কান্তি মল্লিক, এএসআই (সশস্ত্র) মোঃ আবু বকর ছিদ্দিক, কনস্টেবল মোঃ হারুন অর রশিদ, কনস্টেবল মোঃ শফিকুর রহমান মজুমদার, কনস্টেবল অমল কান্তি দাশ, কনস্টেবল মোঃ আব্দুল আউয়াল, কনস্টেবল আলাউদ্দিন আহামেদ ও ওজনকারক মোঃ জাফর আহমদদের কে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর, উপস্থিত ছিলেন, অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ।