দ্বীপজয় সরকার ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃসপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে বছর খানেক পেছন পেছন ঘুরেছে এক প্রেমিক। প্রস্তাবে রাজি না হওয়ায় তিন বন্ধু মিলে ওই শিক্ষার্থীকে মারধর ও যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনা ঘটেছে ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুর ইউনিয়নের কৈতরবাড়ী এলাকায়।
অভিযোগের সূত্রে জানা যায়, উপজেলার মোক্ষপুর ইউনিয়নের কৈতরবাড়ী গ্রামের জৈনাতলী বাজার দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বছরখানেক ধরে প্রেমের প্রস্তাব দিয়ে পেছন পেছন ঘুরছিল কান্দানিয়া গ্রামের আবুল কালামের ছেলে সাকিব।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রেমিক সাকিব, মোজাহিদ ও আবু নাঈম নামে তিন বন্ধু মিলে সোমবার দুপুরে জৈনাতলী বাজার দাখিল মাদরাসার একটি কক্ষে নিয়ে ওই শিক্ষার্থীকে চড়থাপ্পর ও যৌন হয়রানি করে। ওই শিক্ষার্থীর চিৎকার চেঁচাঁমেচিতে মাদরাসার শিক্ষক-কর্মচারীরা এগিয়ে গেলে পালিয়ে যায় অভিযুক্তরা। বিষয়টি অবগত করতে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা করেন যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবারের লোকজন।
পরে বিকেলে শিক্ষার্থীর বাবা লাল মিয়া বাদী হয়ে ওই ঘটনার সঙ্গে জড়িত তিনজনের বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে। তদন্ত করে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারে অভিযান ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।