জেলা প্রতিনিধি কে, এম মাসুদ রানাঃগাইবান্ধার পলাশবাড়িতে পারিবারিক শত্রুর জের ধরে একটি নিরীহ পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একই পরিবারের তিনজন।
এঘটনায় শনিবার (২০ মার্চ) সকালে পলাশবাড়ির হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আশরাফ সিদ্দিক (২৫) সাথে একই গ্রামের খয়রাজ্জামনের ছেলে আজাদুল ইসলামের দীর্ঘদিন থেকে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসতেছিল।
গত শক্রুবার বিকালে আজাদুল ও তার সহযোগীরা আশরাফ সিদ্দিকের বাড়িতে প্রবেশ করে ঘর ভাঙচুর করতে থাকে। এসময় ঘর রক্ষার জন্য তাদের বাধা দিলে আশরাফ সিদ্দিকের বাবা মাসহ কয়েকজনকে মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ৮ জনকে আসামি করে আশরাফ সিদ্দিক হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করে।