শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি ঃকয়েক মাস শান্ত থাকার পর করোনাভাইরাস কোভিট-৯০ আবারো ব্যাবপক আকারে ছড়িয়ে পড়ছে।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শ্রীমঙ্গলে নতুন করে আবারও দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) দুজন রোগীর নমুনা রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে দুই দিনে নতুন করে ৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, এই চারজন করোনা আক্রান্ত রোগী শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।