কাউখালি প্রতিনিধি-রাঙামাটিঃমুজিব বর্ষের অঙ্গিকার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার।
এই প্রতিপাদ্য অঙ্গিকারকে সামনে নিয়ে বুধবার সকাল ১০ ঘটীকায় কাউখালি উপজেলা স্বাস্থ্যবিভাগ যক্ষা দিবস পালন ও যক্ষা নিয়ে বিভিন্ন আলোচনা করেন উপজেলা কনফারেন্স কক্ষে।
কাউখালী উপজেলা ব্রাক ম্যানেজার রীতা খীসার সঞ্চালনায় উক্ত সভায় কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা সুইমিপ্রু রোয়াজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চ্যারম্যান নিংবাইউ মারমা।
সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন ইউনিটের মানুষ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।