অঞ্জন রায়, হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মতবিনময় সভার আয়োজন করা হয়।
২৩ শে মার্চ রোজ মঙ্গল বার বিকাল ৩ ঘটিকায় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হলরুমে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসার সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদ সদস্য এম এ বাছিতের সঞ্চালনায় কোরান পাঠ করেন হাফিজ কাউছার আহমদ, গীতা পাঠ করেন সজল দাশ। তার পরিবর্তী সময়ে বিভিন্নি উন্নয়নে কর্মকান্ড ধারণকৃত ভিটিয় প্রদর্শন করা হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, ইশরাত জাহান জেলা প্রশাসক, হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকতা শেখ মহি উদ্দিন। নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) সুমাইয়া মমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইজাজুর রহমান, আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুর , নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুয়িফা বেগম।
উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, কুর্শি আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামাল হোসেন চৌধুরী, কুর্শি ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ শাহ সুজন, ইমাম মাওলানা কাউছার আহমেদ, নজির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দাস, মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য রাজিয়া বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম প্রেস ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্য কালে ইসরাত জাহান বলেন, বাংলাদেশ উন্নয়নে বহু উপরে পৌঁছে গেছে তার উদাহরণ স্বরূপ পদ্মা সেতু রেল ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম মোবাইল ফোন আজকে সবার হাতে মুঠে । তিনি প্রবাসীদের উন্নয়নের কাজ করায় কৃতজ্ঞতা পোষণ করেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণের উদ্বোধন করেন।