এম.মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল মৌলভীবাজারঃ দেশব্যাপী নতুন করে আবারো করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় সতর্ক রয়েছে সরকার। পুলিশ প্রশাসনও করোনা প্রতিরোধ করতে জনগনকে সচেতন করতে মাঠে কাজ করছে।
বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শ্রীমঙ্গল থানা পুলিশ রোববার (২১ মার্চ) সকালে ”মাস্ক পরার অভ্যেস’ করোনা মুক্ত বাংলাদেশ” স্লোগান নিয়ে শ্রীমঙ্গল থানা এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে জনগনের মাঝে সচেতনা সৃষ্ট্রি ও মাস্ক পরা নিশ্চিত করতে ক্যাম্পিং চালায়।
এসময় মাস্কবিহীন মানুষের মাঝে পুলিশের পক্ষ থেকে মাস্কবিতরণ করা হয়। শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে সচেতনতামূলক মঞ্চ থেকে জনসাধারণ কে করোনাভাইরাস থেকে রক্ষার জন্য বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেওয়া হয়।
এসময় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক এর সঞ্চালনায় সচেতনতা মঞ্চে বক্তব্য রাখেন, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত শ্রীমঙ্গল সার্কেল মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আকরাম খান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, যুবলীগ সাধারণ সম্পাদক ছালিক আহমদ, আকবর হোসেন শাহিন, দৈনিক খোলাচিঠির সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, শিক্ষক একরামুল কবির প্রমূখ।