শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে জনগণনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারনা ও মাস্কবিহীন পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেছে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তর। সোমবার (২২ মার্চ) সকাল থেকে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন পয়েনেন্টে এ সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগনকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হয়। একি সাথে মাস্কবিহীন পথচারি ব্যবসা প্রতিষ্টানে আগতদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার।