মোঃ নুরনবী সরকার,স্টাফ রিপোর্টার কুড়িগ্রামঃ আজ ২১শে মার্চ,রোজ রবিবার।কচাকাটা কলেজ মাঠে অনুষ্ঠিত হলো,জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এর নির্বাচন পরবর্তী সুধী সমাবেশ ২০২১ইং।কচাকাটা থানাধীন ৫টি ইউনিয়নের নেতাকর্মীদের মুল্যায়ন করতে এই আয়োজন।এজন্য প্রস্তুত করা হয় কচাকাটা কলেজ মাঠ।বিভিন্ন সাজে সজ্জিত করা হয় সুবিশাল মঞ্চ ও দলীয় নেতাদের বসার স্থান।কচাকাটা টু মাদারগঞ্জ সরকটি সাজে বেশ কয়েকটি গেট।
গাছে গাছে লাগানো হয় প্রিয় নেতার ছবি।যেন নান্দনিক এক সুন্দর্যের নগরীতে পরিনত হয় পুরো কচাকাটা।অনুষ্ঠানটি সফল করতে আমন্ত্রণ জানানো হয় দলীয় নেতাকর্মীদের।এ জন্য তৈরি করা হয় বিশেষ কার্ড বা দায়াতপত্র।করা হয় খাবারের আয়োজন।সকাল হতে কেদার,কচাকাটা,বল্লভেরখাস,নারায়নপুর থেকে আসতে থাকে দলীয় নেতাকর্মী।বেশ আনন্দ উদ্দিপনায় অপেক্ষা করতে থাকে প্রিয় নেতার জন্য।
কিছুক্ষনের মধ্যে গাড়ি যোগে উপস্থিত হন জনতার এই নেতা।তার সফর সঙ্গী সহ।এসম অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আবেগঘন।প্রিয় নেতার সাথে কথা বলতে সবাই ছুটে আসে গাড়ির কাছে।তিনিও দ্রুত গাড়ি হতে নেমে উপস্থিত সকলের সাথে হাত ও বুক মিলান।এসময় আসলাম ভাই আসলাম ভাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমস্ত কলেজ মাঠ।যোহরের নামাজ পড়ে শুরু হয় মুল অনুষ্ঠান।
কেদার ইউনিয় আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি শ্রী অখেন চন্দ্র সাহার সভাপতিত্বে মুল আলোচনার পুর্বে মঞ্চে ডাকা হয় প্রধান অতিথি,উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ,কচাকাটা থানার অন্তরগত ইউনিয়ন সমূহের নেতৃবৃন্দের।মঞ্চের সামনে আমন্ত্রণ জানানো হয় ইউনিয়ন,ওয়ার্ড,আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠন এর সভাপতি, সম্পাদক, সাংগঠনিক,বীর মুক্তিযোদ্ধা,যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সকল নেতাদের।
কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা ও মতবিনিময় সভা।একে একে সকল সংগঠনের সভাপতি,সম্পাদক তুলে ধরেন নির্বাচন পুর্ব ও পরবর্তী কথা।এভাবে চলতে থাকে বিকাল পর্যন্ত।পরে বক্তব্য রাখেন সময়ের জনপ্রিয় ও জননন্দিত নেতা জনাব মোঃ আসলাম হোসেন সওদাগর এমপি।এসময় তিনি বিস্তর আলোচনা তুলে ধরেন।সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন।
জনগনের পাশে থাকার আশ্বাস দেন।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলকে কাজ করতে বলেন।সব শেষে তিনি বলেন,আমি আপনাদের সন্তান,আপনাদের আপন হয়ে থাকতে চাই।পরে মহান স্বাধীনতার মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সকল শহীদের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।পরে দলীয় নেতাকর্মীদের আয়োজনে বহিরাগত শিল্পিদের নিয়ে রাতে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।