মো আলী আজগর,বিলাইছড়ি,রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙামাটির দূর্গম উপজেলা বিলাইছড়ি থানার উদ্যোগে করোনার নতুন প্রকোপ রোধে উপজেলার জনসাধারণের মাঝে মাক্স বিতরণ ও জনসাধারণের প্রতি মহামারী করোনা সংক্রান্ত সচতনতামূলক মাইকিং কর্মসূচির পালন করা হয়।
রবিবার সকালে বিলাইছড়ি সদর বাজারে মো পারভেজ আলী অফিসার ইনচার্জ বিলাইছড়ি থানার উদ্বোধন এর মধ্যেদিয়ে উক্ত কর্মসূচির সূচনা করা হয়। বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক মাইকিং ও মাক্স বিতরণ করা হয়।
এসময় সচেতনতামূলক মাইকিং ও মাক্স বিতরণের উক্ত কর্মসূচিতে অন্যান্য দের মধ্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল হক, এসআই মো সাজ্জাদ হোসেন, এসআই নিংওয়াই মার্মা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।