মোঃ নুরনবী সরকার,কচাকাটা কুড়িগ্রাম প্রতিনিধিঃ আজ ২১ শে মার্চ।রোজ রবিবার।কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায়,থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো করোনা সচেতনতার র্যালী ও মাক্স বিতরণ।
সকাল ১১ টায় র্যালী থানা ভবন হতে র্যালী বের হয়ে কচাকাটা বাসস্ট্যান্ড,কচাকাটা বাজার হয়ে থানা ভবনে ফিরে আসে।কচাকাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) জনাব মোঃ মাহবুব আলম ও তার সঙ্গীয় ফোর্স সকলে র্যালীতে অংশ নেয়।এসময় সকলের হাতে ব্যানার,ফেষ্টুন, ছোট ছোট কাগজে বিভিন্ন লেখা প্রদর্শন।পুলিশ বাড়িয়েছে সেবার হাত,করোনা নিপাত যাক।করলে মাক্স পরিধান।করোনা থেকে বাঁচবে প্রাণ।এমন স্লোগানে স্লোগানে র্যালীটি যাবার সময় রাস্তায় দাড়ানো মানুষ,গাড়ি চালক,ও দোকানদারদের মাক্স পরিয়ে দেয়া হয়।
থানা পুলিশের এমন কাজে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।সকলে সচেতন ও স্বাস্থবিধি মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য যে,কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃমাহবুব আলম।এই এলাকায় আসার পর থেকেই বদলে গেছে এই এলাকার অপরাধ ও বেহায়াপনা।পাশাপাশি করোনা সচেতন শির্ষক কর্মকাণ্ড,বিট পুলিশিং,ক্রীড়া সহ সমাজ উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।