ইজাজুলঃ পাট ও বস্ত্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এম পি হাবিব হাসান। ২৫-১-২০২১ ইং রোজ সোমবার এ বিসয়ে নিশ্চিত করেন এমপির পি এস সুজিত বাবু। রাজধানীর ১৮ আসনে নবনির্বাচিত এমপি ও ঢাকা উত্তর মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিব হাসান সংসদে সপদ গ্রহনের পরপরই এটা তার প্রথম কৃতিত্ব।
পরিচ্ছন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তিনি প্রশংসার যাযগা করে নিয়েছেন যার ফল শ্রুুতিতে তিনি আজ পাট ও বস্ত্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন তার বলিষ্ঠ নেতৃত্বে ও সততার দ্বারা পাঠ শিল্পের হারিয়ে যাওয়া ঐতিহ্যের পূনঃউদ্ধার হবে।