অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২৭ জানুয়ারি। এ উপলক্ষে আজ ২৫ জানুয়ারি মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। ২৯ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তারই সূত্র ধরে চট্টগ্রাম নগরীর ১০ নং ওয়ার্ড এর লাটিম প্রতিক নিয়ে বিশাল মিছিল নিয়ে উত্তর কাট্টলী ওয়ার্ড প্রদক্ষিন করে শেষ প্রচারণা চালিয়েছেন চসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ার উল আলম চৌধুরী নোবেল।
শেষ প্রচারণা মিছিলে লাটিম লাটিম স্লোগানে চর্তুদিক উৎসাহ উদ্দিপনায় ভরে উঠে।
এদিকে মিছিল চলাকালীন সময় কাট্টলী জনসাধারণ কে লাটিম মার্কায় ২৭ তারিখ ভোট দেওয়ার আহবান করেন চসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ার উল আলম চৌধুরী নোবেল।
গত বৃহস্পতিবার নির্বাচনের রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন বিধিমালা-৭৪ অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা ও ওইদিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় সভা-সমাবেশ, মিছিলসহ সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে।
এর আগে, ৮ জানুয়ারি থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শুরু হয়।