এজি কায়কোবাদ,বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের সদর থানাধীন হাড়িনাল এলাকা হতে গত ১৮ই জানুয়ারী ২০২১ তারিখ আবু সাঈদ সরকারের ছেলে মোঃ নোমান (৩) নামে একটি শিশু নিখোঁজ হলে শিশুটির মা বাদী হয়ে ১৯/০১/২০২১ ইং তারিখে শিশুটির সৎ ভাই মোঃ নাহিদ সরকার (২২) কে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ মামলার সূত্র ধরে আসামি নাহিদ সরকার (২২)কে আটক করে তবে বাচ্চাটিকে উদ্ধার করতে পারেনি।
অবশেষে আজ বিকালে নিখোঁজ নোমানের বাড়ীর আনুমানিক ২০০ মিটার পিছনে কলা বাগানে ছোট বাচ্চারা নোমানের অর্ধগলিত লাশ দেখতে পায়। পুলিশ লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকার আবু সাইদ সরকারের ছেলে নোমান গত ১৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। পরে শিশুর মা সাইদা পারুল বাদি হয়ে তার সতীনের ছেলে নাহিদ সরকারসহ ৪ জনকে অভিযুক্ত করে জিএমপি জয়দেবপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
আজ দুপুরে এলাকার অন্য শিশুরা নোমানের বাড়ির কাছের স্কুলের পাশের একটি গাছ থেকে ফল সংগ্রহ করতে গিয়ে বাউন্ডারি ওয়ালের ভেতরের কলাবাগানে মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নাহিদ সরকারকে গ্রেফতার করে পুলিশ ।
পুলিশের ধারণা শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে ।