সোহেল বড়ুৃয়া রামু প্রতিনিধিঃ কক্সবাজার জেলার রামু উপজেলা চলমান বঙ্গবন্ধু উৎসবের ৪র্থ দিনে
প্রধান অতিথি হিসেবে ড. হাছান মাহমুদ এম.পি, মাননীয় তথ্যমন্ত্রী এবং যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ,
বিশেষ অতিথি হিসেবে মোঃ নুরুল ইসলাম সুজন এম.পি, মাননীয় রেলপথমন্ত্রী, ১৪ই জানুয়ারি রামুর বঙ্গবন্ধু মেলা পরিদর্শন করেন।
মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ পরিদর্শন শেষে রামু বাসির উদ্দেশ্যে বলেন, রামু ও কক্সবাজার জনগনের ভালোবাসায় সিক্ত এবং অনুপ্রাণিত।
মাননীয় রেলপথমন্ত্রী ও রামু বাসির অশেষ ভালবাসার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত বঙ্গবন্ধু মেলার ৩য় দিন ১৩ই জানুয়ারি প্রধান অতিথি হিসেবে মেলা পরিদর্শন করেন জনাব জাফর আলম এম.পি, বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া)।
উল্লেখ্য গত ১১ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে শুরু হয় ৭দিন ব্যাপী বঙ্গবন্ধু উৎসব ২০২১।
উক্ত বঙ্গবন্ধু উৎসবকে বর্ণাঢ্য, উৎসবমুখর ও সফলভাবে সম্পূন্ন করতে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, সাহিত্য, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপিকে চেয়ারম্যান,
সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলমকে মহাসচিব করে ৫০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ১০১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করেন।