মোঃ রুবেল মিয়াঃ বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগান নিয়ে জামালপুরের ইসলামপুরে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ জানুয়ারি বিকেলে এ পথসভা ও র্যালি র আয়োজন করা হয়। ইসলামপুর থানা থেকে
র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়ার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামান আব্দুন নাছের (বাবুল) ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল (মামুন), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস সহ প্রমুখ।
সহকারী পুলিশ সুপার সুমন মিয়া বলেন, বিট পুলিশিং কার্যক্রমের ফলে ইসলামপুরে নারী নির্যাতন, মাদক ব্যবসা দর্শণসহ বিভিন্ন ধরনের অপরাধ কমেছে । বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে যত বেশি সচেতনতা বাড়বে পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্কটা গভীর হবে ও অপরাদ কমবে।