প্রেস বিজ্ঞপ্তিঃ বাগেরহাট জেলার অন্তর্গত রামপাল উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ১৩ই জানুয়ারি ইমরান খান সবুজ ও আলি সাদ্দাম আহমেদ দ্বীপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোল্লা তরিকুল ইসলাম শোভন কে আহ্বায়ক ও রবিউল ইসলামকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিকে ৬০ দিনের মধ্যে উপজেলার সকল ইউনিট কমিটি করে বাগেরহাট জেলা ছাত্রদলের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পরে ছাত্রদলের কমিটি দেওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিটের তৃণমূলের নেতাকর্মীদের আনন্দ উচ্ছাস ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। উপজেলার নবনির্বাচিত আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন জানান দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ শ্রম মেধা দিয়ে সাথে রয়েছেন ও নতুন কমিটিতে যারা পদবঞ্চিত হয়েছেন তাদের দিয়ে ইউনিয়ন কমিটি করার মাধ্যমে ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করা হবে।
এবং যথা সময়ে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন নেতৃবৃন্দের সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। সেখানেই ত্যাগিদের প্রকৃত মূল্যায়ন হবে বলে আশা প্রকাশ করে রামপাল উপজেলার অন্যতম এই ছাত্রনেতা।