এজি কায়কোবাদ, বিশেষ প্রতিনিধিঃ র্যাব-১, গাজীপুর ক্যাম্প গাজীপুর জেলার কালিয়াকৈর হতে ৩০৮ বোতল বিদেশী ফেন্সিডিল, ০২ কেজি গাঁজা এবং ট্রাকসহ ০২ জন মাদক ডিলার গ্রেফতার করেছে।
আজ ১৪ জানুয়ারি ২০২১ তারিখ অনুমান ০১.৩০ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন,(জি) বিএন এর নেতৃত্বে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গোয়ালবাথান সাকিনস্থ মেসার্স তুরাগ সিএনজি ফিলিং স্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ হাফিজুর রহমান(৩৪) ও মোঃ রাকিবুল হাসান(২১)কে গ্রেফতার করে তাদের দখল হতে ৩০৮(তিনশত আট) বোতল বিদেশী ফেন্সিডিল, ০২(দুই) কেজি গাঁজা, ০১(এক) টি ট্রাক, নগদ ৪২০০/-(চার হাজার দুইশত) টাকা এবং ০১(এক) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।