কে এম রাজীবঃ চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত কমিটি বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় নেতৃবৃন্দরা সচিবালয়ের ন্যায় পদ-পদবী পরিবর্তন ও প্রশাসনিক কর্মকর্তাদেরকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী কমিশনার পদে পদোন্নতি, উপজেলা প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের কর্মপরিধি নির্ধারণ ও সকল প্রশাসনিক কর্মকর্তার বেতন স্কেল ৯ম গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবীর বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন।
সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন, নব গঠিত কমিটির বিভাগীয় সভাপতি চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক শামসুল হক, সদস্য মেরী চৌধুরী ও সদস্য বাসুদেব ভট্টাচার্য।