নারায়ণগঞ্জ বিশেষ প্রতিনিধির রিপোর্টঃ বৃহস্পতিবার বরপা ৬নং ওয়ার্ড মাহফুজা রহমানের আনারস মার্কা বিশাল একটি মিছিল বেইর করে যেই মিছিলে হাজারো হাজারো মানুষের ঢল। তারাব পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রবীণ রাজনৈতিক নেতা অসহায় গরীবের কাণ্ডারী মোঃ মঞ্জুর ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এই গণ মিছিলের ইতিহাস সূচনা করা হয়। সর্বশেষ প্রচার প্রচারণার ইতি টানে অঙ্গন সংগঠনের নেতারা বাকি সব ইতিহাস।
এই হচ্ছে মহান সৃষ্টিকর্তার কারিশমা গরীব ঘরের মেয়ে গরীব মহিলা কাউন্সিলর পার্থীর পাশে অঙ্গ সংগঠনের নেতারা পাশে আছে গাজী পরিবার। আল্লাহ্ চাইলে কি না হয় এতো লোক এতো জনবল যা সবই কল্পনার বাহিরে। যে বিষয় সবাই জানি ক্ষমতা মহান সৃষ্টিকর্তার দান এতটুকু সবার মনে থাকলেই যথেষ্ট। সবার মুখে জয় ধনী গরীবের মার্কা আনারস মার্কা। মানুষের ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছুই দূর্বল। ময় মুরুব্বির দোয়া ও ভালোবাসা যার কাছে থাকে সে কখনো পথ ভ্রষ্ট হয় না। দলীয় ও সাংগঠনিক সমর্থন পেয়ে মাহফুজা রহমানের আনারস মার্কা এক শক্তিশালী সমর্থনে রূপান্তরিত হয় যা এক নজিরবিহীন মাইল ফলক। সকল সংগঠনের নেতারা মাহফুজা রহমানের পাশে থেকে তাকে দলীয় সাংগঠনিক সমর্থন দিয়ে থাকে। মাঠে জরিপ করে যা জানা যায়। মাহফুজা রহমান একজন গরীব পার্থী যার অনু প্রেরণা সবার মাঝে সারা জাগায়। সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজ পথে প্রচার প্রচারণার আলোরম সৃষ্টি করে। যা জনসাধারণের মাঝে বেপক আলোচনার সারা জাগায় সবার একটিই কথা একটিই দাবিঈ আনারস মার্কা বিজয়ী হয়ে সবার মাঝে আসা। মিছিলে যারা ছিলেন স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গগন ও সাধারণ জনগণ।
এলাকাবাসীরা বলেনঃ মাহফুজা কাউন্সিলর হলে গরীব মানুষ গুলির পাশে থাকবে এলাকার উন্নয়ন করবে। এই আশা প্রত্যাশা ভোটার সহ সাধারণ জনগণের।