মোঃএনামুল হক,স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলার ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভায় আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পেলেন বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
চতুর্থ ধাপে শেরপুর পৌরসভা নির্বাচন আগামী ১৪ ই ফেব্রুয়ারি।পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারী পযর্ন্ত মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন শেরপুর পৌরসভার ০৫ জন মেয়র প্রার্থী।
আজ বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের মিটিং শেষে ৪র্থ ধাপে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।
শেরপুর পৌরসভায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বতর্মান মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে দলীয় ভাবে মনোনীত করা হয়।
এ ছাড়াও শেরপুর জেলার শ্রীবরদী পৌরসভায় মেয়র পদে আ’লীগের দলীয় মনোনয়নে মোহাম্মদ আলী লাল মিয়ার নাম ঘোষণা করা হয়।