বদরুল আলম চৌধুরী,মৌলভীবাজারঃ মৌলভীকাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সেওয়াইজুরী এলাকায় পূর্ব বিরোধের জের ধরে পুরাতন সেওয়াইজুড়ী মসজিদের পাশাপাশি অপর একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় লন্ডন প্রবাসী মোঃ জাহ্ঙ্গীর হোসেন, রোমান আহমদ ও শাকিল হোসেন আহত হয়েছেন। হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে ( ঢাকা মেট্রা-চ, ১১-৫৬০৫) একটি গাড়ী।
এ সংবাদ পরিবেশেন পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লন্ডন প্রবাসী মোঃ জাহ্ঙ্গীর হোসেন জানান- প্রায় ৮ বছর আগে স্থানীয় এলাকাবাসীর মতামতের ভিত্তিতে সেওয়াইজুড়ী মসজিদের নামে জায়গা ক্রয় করে ( দলিল নং- ৫২৪৫) এবং ওয়াকপ নামার মাধ্যমে সম্পাদন করা হয়। যতারিতি দীর্ঘদিন মসজিদের কার্যক্রম ও চলে।
বিগত কিছুদিন যাবৎ আমার নিকটআন্তীয় মসজিদের পাশেই একটি মসজিদ নির্মাণের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমি এসব বিষয়ের প্রতিবাদ জানালে প্রতিপক্ষের লোকজনদের মধ্যে মইনুদ্দিন, দিলাল, আক্বাস, সামু, দোলোয়ার হোসেন ও শরিফসহ ৭/৮জন সংঘবদ্ধ ভাবে হামলা চালান।