বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আলমগীর মিয়া (১৫) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১২ জানুয়ারি মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের পুটিজুরী বাজারের কাছে ডাকবাংলো নামক স্থানে।
জানা যায়, উপজেলার পুটিজুরী ইউনিয়নের আহমদপুর গ্রামের মোঃ আফতাই মিয়ার পুত্র মোঃ আলমগীর মিয়া একই ডাকবাংলা নামক স্থানে একটি ব্যাডমিন্টন প্রতিযোগীতা উপভোগ করতে যায়। ঢাকা-সিলেট মহাসড়কের ডাকবাংলা নামক স্থানে পৌঁছামাত্র মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা যোগে আসা দুর্বৃত্তরা আলমগীরের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে সে মাটিতে লুঠিয়ে পড়ে। তাৎক্ষণিক ভাবেতাকে উদ্ধার করে বাহুবল উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বুধবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, পূর্ব বিরোধের জের ধরে কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা না হলেও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।