প্রেস বিজ্ঞপ্তিঃ বিবিসিনিউজ২৪ অনলাইন সর্বদা সত্যের পক্ষে নিরপেক্ষ সাংবাদিকতা করে এসেছেন।তারই পরিপেক্ষীতে যে কোন সময়ে যে কোন কঠিন সিদ্ধান্ত নিতে পিচ পা হয় নি।
বিগত কিছুদিন যাবত বাঘাইছড়ি উপজেলার বিশেষ প্রতিনিধী মোস্তফাকে বিভীন্ন ধরনের অনৈতিক কাজে জড়িত থাকার কারনে তাকে বহিস্কার করা হয়েছে।
বিগত ৪/১২/২০২০ইং তারিখে
বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের মাহিল্যা ইউনিয়নের
চেয়ারম্যান মো রাসেল চৌধুরী বাদী হয়ে মো মোস্তফার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের
২৪/২৬/২৯/৩১ ধারা অনুযায়ী
একটি মামলায় গ্রেফতার হয়েছিলো। বর্তমানে মামলাটি তদন্তনাদীন রয়েছে।এছাড়াও বিবিসিনিউজ২৪ এর সাংবাদিক পরিচয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘড় থেকে চাদা দাবী করার অভিযোগ রয়েছে তার ওপড়।আজ ১১ ই জানুয়ারি রোজ সোমবার বরকল উপজেলার ভুষনছড়া ইউনিয়ের কিশোর গ্যাংয়ের লিডার আব্দুস ছালাম খোকা, সোহেলসহ আরো কিছু ছেলেদের নিয়ে সাংবাদিক পরিচয়ে ভুষনছড়া বাজার কমিটির সাধারন সম্পাদক
আক্তারুল ইসলামের দোকানে আতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে তার ওপড়।
এছাড়াও আমতলী ইউনিয়নের চেয়ারম্যান মো রাসেল চৌধুরীর দেয়া তথ্যমতে উক্ত ব্যাক্তি ইয়াবা,গাজাসহ বিভীন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করে আসছে।এছাড়াও সে বিবিসিনিউজ২৪ এর সিনিয়র সাংবাদিকদের সাথে অসদাচরণ করে থাকে বলে একাধিক অভিযোগ রয়েছে।তার এরুপ কার্যাদি বিবিসিনিউজ২৪ পরিবারের সম্মানে যথেস্ট হানি করেছে।তাই বিবিসিনিউজ২৪ এর সম্পাদক এবং রাঙ্গামাটির জেলা প্রতিনিধীর সম্মতিক্রমে তাকে বহিস্কার করা হয়েছে।